আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৫৯৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭০. মানুষের মধ্যে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি হওয়ায় যে অসন্তুষ্ট হয় এবং হাদিয়া গ্রহণ করে না
৫৯৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা বনী ফাযারা গোত্রের এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর খিদমতে একটি উটনী হাদিয়া স্বরূপ পেশ করিল। তিনিও তাহাকে প্রতিদান স্বরূপ কিছু প্রদান করিলেন। ইহাতে সে অসন্তুষ্ট হইয়া গেল। রাসূলুল্লাহ্ (ﷺ)-কে অতঃপর মিম্বরে আরোহণ করিয়া বলিতে শুনিয়াছি, আমাকে কোন ব্যক্তি হাদিয়া প্রদান করে এবং আমিও আমার সামর্থ্য অনুসারে উহার প্রতিদান দিয়া থাকি। তাহাতে সে ব্যক্তি অসন্তুষ্ট হয়। কসম আল্লাহ্র, এ বৎসরের পর কুরায়শী, আনসারী, সাকাফী ও দাওসী গোত্র ছাড়া অন্য কোন আরব গাত্রের লোকের হাদিয়া গ্রহণ করিব না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَمْ يَقْبَلِ الْهَدِيَّةَ لَمَّا دَخَلَ الْبُغْضُ فِي النَّاسِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَهْدَى رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةً، فَعَوَّضَهُ، فَتَسَخَّطَهُ، فَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يَقُولُ: يَهْدِي أَحَدُهُمْ فَأُعَوِّضُهُ بِقَدْرِ مَا عِنْدِي، ثُمَّ يَسْخَطُهُ وَايْمُ اللهِ، لاَ أَقْبَلُ بَعْدَ عَامِي هَذَا مِنَ الْعَرَبِ هَدِيَّةً إِلاَّ مِنْ قُرَشِيٍّ، أَوْ أَنْصَارِيٍّ، أَوْ ثَقَفِيٍّ، أَوْ دَوْسِيٍّ.
তাহকীক: