আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬০৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭২- সকালে উঠিয়া কি বলিবে?
৬০৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) সকালে উঠিয়া বলিতেনঃ «أَصْبَحْنَا وَأَصْبَحَ الْحَمْدُ كُلُّهُ لِلَّهِ، لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِلَيْهِ النُّشُورُ» “আমাদের প্রভাত হইয়াছে এবং শুধু আমাদেরই নহে আল্লাহর রাজ্যের সকলেরই প্রভাত হইয়াছে। সমস্ত প্রশংসা আল্লাহরই। তাঁহার শরীক বা সমকক্ষ নাই। আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নাই এবং পুনরুত্থিত হইয়া তাঁহারই কাছে যাইতে হইবে। এবং যখন সন্ধ্যা হইত তখন তিনি বলিতেনঃ «أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ كُلُّهُ لِلَّهِ، لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِلَيْهِ الْمَصِيرُ» "আমাদের সন্ধ্যা হইয়াছে এবং আল্লাহর রাজ্যের সকলেরই সন্ধ্যা হইয়াছে। প্রশংসা মাত্রই আল্লাহর প্রাপ্য। তাঁহার কোন শরীক নাই। আল্লাহ্ ব্যতীত অন্য কোন উপাস্য নাই এবং তাঁহারই কাছে সকলকে ফিরিয়া যাইতে হইবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَا يَقُولُ إِذَا أَصْبَحَ
حَدَّثَنَا مُوسَى ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، قَالَ : حَدَّثَنَا عُمَرُ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصْبَحَ ، قَالَ : أَصْبَحْنَا وَأَصْبَحَ الْحَمْدُ كُلُّهُ لِلَّهِ ، لا شَرِيكَ لَهُ ، لا إِلَهَ إِلا اللَّهُ ، وَإِلَيْهِ النُّشُورُ ، وَإِذَا أَمْسَى ، قَالَ : أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ ، وَالْحَمْدُ كُلُّهُ لِلَّهِ ، لا شَرِيكَ لَهُ ، لا إِلَهَ إِلا اللَّهُ ، وَإِلَيْهِ الْمَصِيرُ
তাহকীক: