আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬১০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৭৪- অন্তরের অন্তঃস্থল হইতে দু'আ
৬১০. আব্দুর রহমান ইবন ইয়াযীদ বলেনঃ রাবী প্রতি জুমাবারে আলকামার মজলিসে উপস্থিত হইতেন। যদি আমি তথায় উপস্থিত না থাকিতাম তবে তাহারা আমার জন্য লোক পাঠাইয়া দিতেন। একবার লোক আসিল। তখন আমি আমার স্বস্থানে ছিলাম না। পরে আলকামা আমার সাথে দেখা করিলেন এবং আমাকে বলিলেনঃ রাবী কি কথা নিয়া আসিয়াছেন তাহা শুনিয়াছেন? তিনি বলিলেনঃ দেখিয়াছেন লোকে কত বেশী দু'আ করিয়া থাকে, অথচ কত কম কবূল হয়? ইহার একমাত্র কারণ হইল যে, আল্লাহ্ তা'আলা অন্তরের অন্তঃস্থল হইতে নিঃসৃত দু'আ ছাড়া কবূল করেন না। আমি বলিলামঃ হযরত আব্দুল্লাহ্ও কি উহাই বলেন নাই ? বলিলেন, তিনি কি বলিয়াছেন? জবাবে তিনি বলিলেন : আব্দুল্লাহ্ (রাযিঃ) বলিয়াছেন, আল্লাহ্ এমন লোকের দু'আ কবূল করেন না, যে লোককে শুনাইবার বা দেখাইবার নিমিত্ত বা অভিনয়ের ভঙ্গিতে দু'আ করে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ النَّاخِلَةِ مِنَ الدُّعَاءِ
حَدَّثَنَا حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنِي مَالِكُ بْنُ الْحَارِثِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، قَالَ : كَانَ الرَّبِيعُ يَأْتِي عَلْقَمَةَ يَوْمَ الْجُمُعَةِ ، فَإِذَا لَمْ أَكُنْ ثَمَّةَ أَرْسَلُوا إِلَيَّ ، فَجَاءَ مَرَّةً وَلَسْتُ ثَمَّةَ ، فَلَقِيَنِي عَلْقَمَةُ ، وَقَالَ لِي : " أَلَمْ تَرَ مَا جَاءَ بِهِ الرَّبِيعُ ؟ قَالَ : أَلَمْ تَرَ أَكْثَرَ مَا يَدْعُو النَّاسَ ، وَمَا أَقَلَّ إِجَابَتَهُمْ ؟ وَذَلِكَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لا يَقْبَلُ إِلا النَّاخِلَةَ مِنَ الدُّعَاءِ ، قُلْتُ : أَوَ لَيْسَ قَدْ قَالَ ذَلِكَ عَبْدُ اللَّهِ ؟ قَالَ : وَمَا قَالَ ؟ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : لا يَسْمَعُ اللَّهُ مِنْ مُسْمِعٍ ، وَلا مُرَاءٍ ، وَلا لاعِبٍ ، إِلا دَاعٍ دَعَا يَثْبُتُ مِنْ قَلْبِهِ ، قَالَ : فَذَكَرَ عَلْقَمَةَ ؟ قَالَ : نَعَمْ
তাহকীক: