আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৯১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
২৮৯- ঝড়-বৃষ্টির সময় দোয়া করা।
৬৯১. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করিতেন তখন তিনি যে কাজেই রত থাকিতেন তাহা হইতে বিরত হইয়া পড়িতেন, এমন কি যদি তিনি নামাযেও রত থাকিতেন। অতঃপর সেদিকে তাকাইয়া থাকিতেন। যদি আল্লাহ্ ঘনঘটা কাটাইয়া দিতেন তবে আল্লাহর প্রশংসা করতেন। আর মেঘ বৃষ্টি বর্ষণ করলে তিনি বলতেনঃ اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا হে প্রভু, প্রবল উপকারী বৃষ্টি দাও।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ عِنْدَ الْغَيْثِ وَالْمَطَرِ
حَدَّثَنَا خَلادُ بْنُ يَحْيَى ، قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحِ بْنِ هَانِئٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى نَاشِئًا فِي أُفُقٍ مِنْ آفَاقِ السَّمَاءِ ، تَرَكَ عَمَلَهُ ، وَإِنْ كَانَ فِي صَلاةٍ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِ ، فَإِنْ كَشَفَهُ اللَّهُ حَمِدَ اللَّهَ ، وَإِنْ مَطَرَتْ ، قَالَ : اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
tahqiq

তাহকীক: