আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৪৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩১১- মেহমানের অতিথেয়তা
৭৪৬. হযরত আবু শুরায়হ্- আদাবী (রাযিঃ) বলেন, আমার এই কর্ণদ্বয় শুনিয়াছে, আমার এই চক্ষুদ্ব দেখিয়াছে যাহা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেছিলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস, পােষণ করে তাহার উচিত তাহার প্রতিবেশীকে সম্মান করা এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাহার উচিত তাহার মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করা তাহার প্রাপ্য বিশেষ আতিথ্যের মাধ্যমে। কেহ একজন বলিয়া উঠিল, তাহার বিশেষ আতিথ্য কি ইয়া রাসূলাল্লাহ্! বলিলেনঃ একদিন একরাত। এমনিতে মেহমানদারী তিনদিন। ইহার অধিক যাহা হইবে, তাহা হইবে সাদাকা স্বরূপ। আর যে আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাসী তাহার উচিত উত্তম কথা বলা অথবা চুপ করিয়া থাকা।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ جَائِزَةِ الضَّيْفِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ، قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ ، قَالَ : سَمِعَتْ أُذُنَايَ ، وَأَبْصَرَتْ عَيْنَايَ ، حِينَ تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ ، قَالَ : وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : يَوْمٌ وَلَيْلَةٌ ، وَالضِّيَافَةُ ثَلاثَةُ أَيَّامٍ ، فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ