আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৭৫০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩১৫- বঞ্চিত অবস্থায় মেহমানের ভোর হলে।
৭৫০. হযরত উকবা ইবন আমির (রাযিঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদিগকে এমন অনেক সম্প্রদায়ের লােকদের কাছে প্রেরণ করেন যেখানকার লােকজন আমাদের মেহমানদারী করে না, এই ব্যাপারে আপনার অভিমত কি ? (অর্থাৎ তখন আমরা কি করিব?) তিনি আমাদিগকে বলিলেনঃ তােমরা যদি এমন কোন সম্প্রদায়ের নিকট গিয়া উঠ এবং তাহারা মেহমানের জন্য যাহা শােভনীয় তাহা প্রদান করে তবে তােমরা তাহা গ্রহণ করিবে আর যদি তাহারা তাহা না করে তবে তােমরা তাহাদের উপর মেহমানের যাহা পাওনা তাহা তাহাদের নিকট হইতে আদায় করিয়া লইতে পার।১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا أَصْبَحَ الضَّيْفُ مَحْرُومًا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، قَالَ : حَدَّثَنِي اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أَبِي الْخَيْرِ ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ، قَالَ : قُلْتُ : " يَا رَسُولَ اللَّهِ ، إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَلا يَقْرُونَا ، فَمَا تَرَى فِي ذَلِكَ ؟ فَقَالَ لَنَا : إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأُمِرَ لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا ، فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ
তাহকীক: