আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৭৮১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৩৪- দালান-কোঠা নির্মাণ।
৭৮১. মুহাম্মাদ ইবন হিলাল (রাহঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি নবী-পত্নীগণের গৃহসমূহে দেখিয়াছেন খেজুর শাখা দ্বারা নির্মিত এবং পশমী কম্বল দ্বারা ছাওয়া। রাবী মুহাম্মাদ ইবন আবু ফুদীক বলেন, আমি তাহাকে হযরত আয়েশার ঘর সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন ও তাহার ঘরের দরজা ছিল শাম অভিমুখে। আমি জিজ্ঞাসা করিলাম, দরজার কপাট একটা ছিল না দুইটা? বলিলেন ও এক কপাটের। আমি জিজ্ঞাসা করিলাম, কি কাঠের নির্মিত? বলিলেন, সাইপ্রাস কাঠের অথবা সেগুন কাঠের
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْبِنَاءِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ هِلاَلٍ، أَنَّهُ رَأَى حُجَرَ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ جَرِيدٍ مَسْتُورَةً بِمُسُوحِ الشَّعْرِ، فَسَأَلْتُهُ عَنْ بَيْتِ عَائِشَةَ، فَقَالَ‏:‏ كَانَ بَابُهُ مِنْ وِجْهَةِ الشَّامِ، فَقُلْتُ‏:‏ مِصْرَاعًا كَانَ أَوْ مِصْرَاعَيْنِ‏؟‏ قَالَ‏:‏ كَانَ بَابًا وَاحِدًا، قُلْتُ‏:‏ مِنْ أَيِّ شَيْءٍ كَانَ‏؟‏ قَالَ‏:‏ مِنْ عَرْعَرٍ أَوْ سَاجٍ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭৮২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৩৪- দালান-কোঠা নির্মাণ।
৭৮২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামত হইবে না যতক্ষণ পর্যন্ত লােকে নকশী কাঁথার মত কারুকার্য খচিত ঘরবাড়ী তৈয়ার না করিবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَبْنِيَ النَّاسُ بُيُوتًا يُوشُونَهَا وَشْيَ الْمَرَاحِيلِ قَالَ إِبْرَاهِيمُ‏:‏ يَعْنِي الثِّيَابَ الْمُخَطَّطَةَ‏.‏
tahqiq

তাহকীক: