আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮০২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৪৫- কারো এরূপ বলা, তোমার অকল্যাণ হোক।
৮০২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) এমন এক ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিতেছিলেন, যে তাহার কুরবানীর উট হাঁকাইয়া লইয়া যাইতেছিল। (অথচ সে নিজে পদব্রজে চলিতেছিল।) তিনি বলিলেনঃ ওহে উহাতে আরোহণ কর। সে ব্যক্তি বলিলঃ ইয়া রাসূলাল্লাহ্! উহা যে কুরবানীর উট। তিনি পুনরায় বলিলেনঃ তুমি উহাতে আরোহণ কর। সে ব্যক্তি পুনরায় বলিল, উহা যে কুরবানীর উট। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তৃতীয় অথবা চতুর্থবার বলিলেনঃ তোমার মন্দ হোক, তুমি উহাতে আরোহণ কর।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ قَوْلِ الرَّجُلِ: وَيْحَكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمِّهِ مُوسَى بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: ارْكَبْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّهَا بَدَنَةٌ، فَقَالَ: ارْكَبْهَا، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ: وَيْحَكَ ارْكَبْهَا.
তাহকীক: