আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৬১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮০. শিরোনামবিহীন অধ্যায়
৮৬১. কায়স বর্ণনা করেন, হযরত মু’আবিয়া (রাযিঃ)-কে তাহার জনৈক অনুজকে লক্ষ্য করিয়া বলিতে শুনি, তুমি গোলামটিকে তোমার বাহনে তোমার পশ্চাতে বসাইয়া লও! কিন্তু তাহার অনুজ তাহাতে অসম্মতি প্রকাশ করিলেন। তখন হযরত মু’আবিয়া (রাযিঃ) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন, তুমি একটা আস্ত বে-আদব!
রাবী কায়স বলেনঃ তখন আমি (তাহার পিতা) আবু সুফিয়ানকে বলিতে শুনি, তোমার ভাইকে তাহার অবস্থার উপর ছাড়িয়া দাও। অর্থাৎ তাহার ইচ্ছার বিরুদ্ধে গোলামকে তাহার সাথে লইতে বাধ্য করিও না বা এজন্য আর ভর্ৎসনা করিও না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ قَالَ‏:‏ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ لأَخٍ لَهُ صَغِيرٍ‏:‏ أَرْدِفِ الْغُلاَمَ، فَأَبَى، فَقَالَ لَهُ مُعَاوِيَةُ‏:‏ بِئْسَ مَا أُدِّبْتَ، قَالَ قَيْسٌ‏:‏ فَسَمِعْتُ أَبَا سُفْيَانَ يَقُولُ‏:‏ دَعْ عَنْكَ أَخَاكَ‏.‏
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৬২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮০. শিরোনামবিহীন অধ্যায়
৮৬২. হযরত আমর ইব্‌নুল আ’স (রাযিঃ) বলেন, বন্ধু যত বৃদ্ধি পাইবে, ততই পাওনাদারের সংখ্যা বৃদ্ধি পাইবে। এই রিওয়াতের এক পর্যায়ের রাবী ইয়াহইয়া ইব্‌ন আইয়ুব বলেনঃ আমি আমার পূর্বতন রাবী হযরত মুসাকে জিজ্ঞাসা করিলাম, পাওনাদার বলিতে এখানে কি অর্থ বুঝানো হইয়াছে ? বলিলেনঃ হকদারদের কথা বলা হইয়াছে। [অর্থাৎ তোমার বন্ধুর সংখ্যা যত বেশী হইবে, হকদারের সংখ্যা ততই বেশী হইবে। কেননা বন্ধুর উপর বন্ধুরও অনেক হক বা অধিকার থাকে]।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ‏:‏ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُوسَى بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ إِذَا كَثُرَ الأَخِلاَّءُ كَثُرَ الْغُرَمَاءُ، قُلْتُ لِمُوسَى‏:‏ وَمَا الْغُرَمَاءُ‏؟‏ قَالَ‏:‏ الْحُقُوقُ‏.‏
tahqiq

তাহকীক: