আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৮৭৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৮৩- যে ব্যক্তি কবিতা আবৃত্তির আব্দার করে।
৮৭৬. হযরত শারীদ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) একদা আমাকে কবি উমাইয়া ইব্ন আবিস্ সাল্তের কবিতা শোনাইবার জন্য আদেশ করিলেন। আমি তাঁহাকে উহা শোনাইতে শুরু করিলে তিনি বলিতে লাগিলেন, আরও হউক! আরও হউক! এমন কি আমি একশত চরণ তাঁহাকে শোনাইলাম। তিনি বলিলেনঃ আর একটু হইলেই এই ব্যক্তি ইসলাম গ্রহণ করিত।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنِ اسْتَنْشَدَ الشِّعْرَ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى قَالَ: سَمِعْتُ عَمْرَو بْنَ الشَّرِيدِ، عَنِ الشَّرِيدِ قَالَ: اسْتَنْشَدَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم شِعْرَ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ، وَأَنْشَدْتُهُ، فَأَخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ: هِيهِ، هِيهِ حَتَّى أَنْشَدْتُهُ مِئَةَ قَافِيَةٍ، فَقَالَ: إِنْ كَادَ لَيُسْلِمُ.
তাহকীক: