আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৯৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৩৯৪- গোপন তথ্য ফাঁস করা
৮৯৩. হযরত আম্‌র ইব্‌নুল আস (রাযিঃ) বলেন, আমার অবাক লাগে সেই ব্যক্তির জন্য যে ভাগ্য লিখন হইতে দূরে পালাইতে চায় অথচ ভাগ্য লিখন অখণ্ডনীয়। আর যে ব্যক্তি তাহার অপর ভাইয়ের চোখের সামান্য ময়লাও দেখিতে পায় অথচ নিজের চোখে আস্ত খড়িকাঠও তাহার দৃষ্টিগোচর হয় না। আর (সে ব্যক্তির জন্যও) যে তাহার অপর ভাইয়ের অন্তরকে বিদ্বেষ মুক্ত করিতে প্রয়াস পায় অথচ তাহার নিজের অন্তরে সে উহাকে লালন করে! আর আমি আমার গোপনীয় ব্যাপার কাহারও কাছে ব্যক্ত করিয়া দেই। অতঃপর উষ্মা প্রকাশ করিয়া দেওয়ার জন্য কাহাকেও কোন দিন ভর্ৎসনা করি নাই। আর কেনই বা আমি তাহাকে ভর্ৎসনা করিব যেখানে আমি নিজেই নিজের গোপন তথ্য চাপিয়া রাখিতে পারি নাই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِفْشَاءِ السِّرِّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي مُوسَى بْنُ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ‏:‏ عَجِبْتُ مِنَ الرَّجُلِ يَفِرُّ مِنَ الْقَدَرِ وَهُوَ مُوَاقِعُهُ، وَيَرَى الْقَذَاةَ فِي عَيْنِ أَخِيهِ وَيَدَعُ الْجِذْعَ فِي عَيْنِهِ، وَيُخْرِجُ الضَّغْنَ مِنْ نَفْسِ أَخِيهِ وَيَدَعُ الضَّغْنَ فِي نَفْسِهِ، وَمَا وَضَعْتُ سِرِّي عِنْدَ أَحَدٍ فَلُمْتُهُ عَلَى إِفْشَائِهِ، وَكَيْفَ أَلُومُهُ وَقَدْ ضِقْتُ بِهِ ذَرْعًا‏؟‏‏.‏
tahqiq

তাহকীক: