আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯২২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৩. উত্তম নামকে বরকতের লক্ষণ হিসাবে নেওয়া
৯২২. হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন সায়িব (রাযিঃ) বলেন, হুদায়বিয়ার সন্ধির বৎসর যখন হযরত উসমান ইব্‌ন আফ্‌ফান (রাযিঃ) বলেনঃ সুহায়লকে তাহার সম্প্রদায় এই সন্ধির প্রস্তাব দিয়া প্রেরণ করিয়াছে যে, এই বৎসর মুসলমানগণ ফিরিয়া যাইবে এবং আগামী বৎসর তাহারা (কুরায়শগণ) তিনদিনের জন্য মক্কা ছাড়িয়া যাইবে (তখন মুসলমানগণ হজ্জ উমরা প্রভৃতি নির্বিবাদে সম্পন্ন করিতে পারিবে।) তখন সুহায়ল আগমন করিলে নবী করীম (ﷺ) বলিলেনঃ সুহায়ল আসিয়াছে! আল্লাহ্ তোমাদের ব্যাপারে সহজ (সমাধান) করিয়া দিয়াছেন। রাবী বলেনঃ এই আব্দুল্লাহ ইব্‌ন সায়িব নবী করীম (ﷺ)-এর সাহচর্য লাভ করিয়াছিলেন। ১
أبواب الأدب المفرد للبخاري
بَابُ التَّبَرُّكِ بِالاسْمِ الْحَسَنِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، عَنْ مَعْنِ بْنِ عِيسَى قَالَ‏:‏ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُؤَمَّلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ، حِينَ ذَكَرَ عُثْمَانُ بْنُ عَفَّانَ أَنَّ سُهَيْلاً قَدْ أَرْسَلَهُ إِلَيْهِ قَوْمُهُ، فَصَالَحُوهُ عَلَى أَنْ يَرْجِعَ عَنْهُمْ هَذَا الْعَامَ، وَيُخَلُّوهَا لَهُمْ قَابِلَ ثَلاَثَةٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ أَتَى فَقِيلَ‏:‏ أَتَى سُهَيْلٌ‏:‏ سَهَّلَ اللَّهُ أَمْرَكُمْ وَكَانَ عَبْدُ اللهِ بْنُ السَّائِبِ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم‏.‏