আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৯৩৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৯- কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৪. হযরত আবু হুরায়রা (রাযিঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ তোমাদের মধ্যকার কেহ যখন হাঁচি দেয় তখন তাহার বলা উচিত আল-হামদুলিল্লাহ্’ (সমস্ত প্রশংসা আল্লাহ্ তাআলার)। যখন সে বলিবে আল-হামদুলিল্লাহ’, তখন তাহার অপর ভাই বা সাথীর বলা উচিত ‘ইয়ারহামুকাল্লাহ’— “আল্লাহ্ তোমার প্রতি দয়া করুন” এবং প্রথম ব্যক্তির বলা উচিত “ইয়া-হ্ দিকুমুল্লাহ ওয়া ইউসলিহ্ বালাকুম”—"আল্লাহ্ তোমাকে হিদায়ত করুন এবং তোমাকে স্বাচ্ছন্দ্য প্রদান করুন!”
أبواب الأدب المفرد للبخاري
بَابُ كَيْفَ تَشْمِيتُ مَنْ سَمِعَ الْعَطْسَةَ
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ: الْحَمْدُ لِلَّهِ، فَإِذَا قَالَ: الْحَمْدُ لِلَّهِ، فَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، وَلْيَقُلْ هُوَ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ.
তাহকীক:
হাদীস নং: ৯৩৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৯- কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৫. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ হাঁচি ভালবাসেন এবং হাই তোলা তিনি অপছন্দ করেন। যখন তোমাদের মধ্যকার কোন ব্যক্তি হাঁচি দেয় এবং আল্লাহ্র প্রশংসা করে, (আল-হামদুলিল্লাহ্’ বলে) তখন অপর যে মুসলমান উহা শুনিতে পায় তাহার উপর হক হইয়া দাড়ায় ইহা বলাঃ ‘ইয়ারহামুকাল্লাহ্’ আল্লাহ্ তোমার প্রতি সদয়-হউন! আর হাই হইতেছে শয়তানের পক্ষ হইতে। সুতরাং তোমাদের মধ্যকার কোন ব্যক্তির যখন হাই আসে তখন যথাসাধ্য উহা চাপিয়া রাখিবে। তোমাদের মধ্যকার কোন ব্যক্তি যখন হাই তোলে তখন তাহাতে শয়তান হাসিয়া উঠে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، وَإِذَا عَطَسَ أَحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ كَانَ حَقًّا عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ. فَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثَاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ.
তাহকীক:
হাদীস নং: ৯৩৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৯- কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৬. আবু জামরাহ বলেন, আমি হযেরত ইব্ন আব্বাসকে হাঁচির জবাব দিতে এরূপ বলিতে শুনিয়াছিঃعَافَانَا اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ النَّارِ، يَرْحَمُكُمُ اللَّهُ “আল্লাহ্ আমাকে এবং তোমাকে দোযখ হইতে রক্ষা করুন! আল্লাহ্ তোমার প্রতি সদয় হউন”!!
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي جَمْرَةَ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ إِذَا شُمِّتَ: عَافَانَا اللَّهُ وَإِيَّاكُمْ مِنَ النَّارِ، يَرْحَمُكُمُ اللَّهُ.
তাহকীক:
হাদীস নং: ৯৩৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪১৯- কেউ হাঁচি দিতে শোনলে কিভাবে জবাব দিবে?
৯৩৭. হযরত আবু হুরায়রা: (রাযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সমীপে উপবিষ্ট ছিলাম এমন সময় এক ব্যক্তি হাঁচি দিল এবং আল্লাহ্র প্রশংসা করিল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার জবাবে বলিলেনঃ “ইয়ারহামুকাল্লাহ্”। অতঃপর অপর এক ব্যক্তি হাঁচি দিল কিন্তু তাহার জবাবে তিনি কিছুই বলিলেন না। তখন সে ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি অপর লোকটির হাঁচির জবাব দিলেন অথচ আমার জবাব কিছুই বলিলেন না? তিনি বলিলেনঃ সে তো আল্লাহ্র প্রশংসা করিয়াছে কিন্তু তুমি তো কিছুই বল নাই।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: أَخْبَرَنَا يَعْلَى، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُنَيْنٍ وَهُوَ يَزِيدُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَعَطَسَ رَجُلٌ فَحَمِدَ اللَّهَ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: يَرْحَمُكَ اللَّهُ، ثُمَّ عَطَسَ آخَرُ، فَلَمْ يَقُلْ لَهُ شَيْئًا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، رَدَدْتَ عَلَى الْآخَرِ، وَلَمْ تَقُلْ لِي شَيْئًا؟ قَالَ: إِنَّهُ حَمِدَ اللَّهَ، وَسَكَتَّ.
তাহকীক: