আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৯৫১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪২৯. কোন ব্যক্তির তাহার ভাইয়ের সম্মানার্থে দাঁড়ানো
৯৫১. আব্দুল্লাহ্ ইব্ন কা’ব হইতে বর্ণিত কা’আবের অন্ধত্ব প্রাপ্তির পর তাঁহার পুত্রদের মধ্যে আব্দুল্লাহ্ তাঁহাকে পথ দেখাইয়া লইয়া চলিতেন--আব্দুল্লাহ্, কা’আব ইব্ন মালিককে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে যান নাই, পিছনে থাকিয়া যান। এই ঘটনা প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি। অতঃপর আল্লাহ্ তাওবা কবুল করিলেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের নামাযের সময় আল্লাহ্ কর্তৃক আমাদের তাওবা কবুল করার কথা ঘোষণা করিলেন। ইহা শুনামাত্র দলে দলে লোক আসিয়া আমার তাওবা কবুল হওয়ার জন্য আমাকে অভিনন্দন জানাইতে লাগিল। তাহারা বলিতেছিলঃ আমরা আপনার তাওবা আল্লাহ্র দরবারে কবূল হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাইতেছি। এমতাবস্থায় আমি গিয়া মসজিদে প্রবেশ করিলাম। দেখি রাসূলুল্লাহ্ (ﷺ) লোক পরিবেষ্টিত অবস্থায় সমাসীন রহিয়াছেন। তখন তালহা ইব্ন উবায়দুল্লাহ্ (রাযিঃ) উঠিয়া দাঁড়াইলেন এবং দৌড়াইয়া আসিয়া আমার সহিত মোসাফাহা (করমর্দন) করিলেন এবং আমাকে অভিনন্দন জানাইলেন। কসম আল্লাহ্র মুহাজিরদের মধ্যে তিনি ব্যতীত আর কেহই আমার দিকে উঠিয়া আসেন নাই। আমি তালহার এ সম্মান প্রদর্শনের ব্যাপারটি কখনও ভুলিতে পারিব না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ قِيَامِ الرَّجُلِ لِأَخِيهِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ كَعْبٍ، وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم عَنْ غَزْوَةِ تَبُوكَ، فَتَابَ اللَّهُ عَلَيْهِ: وَآذَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِتَوْبَةِ اللهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلاَةَ الْفَجْرَ، فَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا، يُهَنُّونِي بِالتَّوْبَةِ يَقُولُونَ: لِتَهْنِكَ تَوْبَةُ اللهِ عَلَيْكَ، حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ، فَإِذَا بِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَوْلَهُ النَّاسُ، فَقَامَ إِلَيَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ يُهَرْوِلُ، حَتَّى صَافَحَنِي وَهَنَّانِي، وَاللَّهِ مَا قَامَ إِلَيَّ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ غَيْرُهُ، لا أَنْسَاهَا لِطَلْحَةَ.
তাহকীক:
হাদীস নং: ৯৫২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪২৯. কোন ব্যক্তির তাহার ভাইয়ের সম্মানার্থে দাঁড়ানো
৯৫২. হযরত আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) বলেন, (মুসলমানগণ এবং বনু কুরায়যা গোত্রের ইয়াহুদীদের বিরোধের ব্যাপারে ইয়াহুদী) লোকেরা যখন সা’দ ইব্ন মু’আযের ফয়সালাকে মানিয়া নেওয়ার ব্যাপারে তাহাদের সম্মতি জ্ঞাপন করিল তখন তাহার জন্য লোক পাঠানো হইল। তিনি একটি গাধায় চড়িয়া আসিলেন। যখন তিনি মসজিদের নিকটে আসিয়া পৌছিলেন, তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিকে অথবা বলিয়াছেনঃ তোমাদের সর্দারকে অভ্যর্থনা কর। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হে সা’দ! উহারা তোমার ফয়সালা মানিবে বলিয়া তাহাদের অভিমত প্রকাশ করিয়াছে, (সুতরাং তুমি উহাদের ব্যাপারে তোমার ফয়সালা শুনাইয়া দাও!) তখন সা’দ (রাযিঃ) বলিলেনঃ উহাদের ব্যাপারে আমার ফয়সালা হইল, তাহাদের মধ্যকার যুদ্ধক্ষম ব্যক্তিদের হত্যা করা হইবে এবং তাহাদের শিশু সম্তানদিগকে বন্দী করা হইবে। তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ তুমি আল্লাহ্র অভীষ্ট অনুযায়ী ফয়সালা দিয়াছ অথবা বলিলেনঃ তুমি মালিকের হুকুম মুতাবিক ফয়সালা দিয়াছ।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ نَاسًا نَزَلُوا عَلَى حُكْمِ سَعْدِ بْنِ مُعَاذٍ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَجَاءَ عَلَى حِمَارٍ، فَلَمَّا بَلَغَ قَرِيبًا مِنَ الْمَسْجِدِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: ائْتُوا خَيْرَكُمْ، أَوْ سَيِّدَكُمْ، فَقَالَ: يَا سَعْدُ إِنَّ هَؤُلاَءِ نَزَلُوا عَلَى حُكْمِكَ، فَقَالَ سَعْدٌ: أَحْكُمُ فِيهِمْ أَنْ تُقْتَلَ مُقَاتِلَتُهُمْ، وَتُسْبَى ذُرِّيَّتُهُمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: حَكَمْتَ بِحُكْمِ اللهِ، أَوْ قَالَ: حَكَمْتَ بِحُكْمِ الْمَلِكِ.
তাহকীক: