আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯৭৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৪২- শিশুর মাথায় কোন মহিলার হাত বুলানো।
৯৭৬. ইবরাহীম ইব্ন মারযুক সাকাফী বলেন, আমার পিতা যিনি প্রথমে আব্দুল্লাহ্ ইব্ন যুবাইরের খেদমতে ছিলেন এবং পরে হাজ্জাজ তাহাকে তাহার নিকট হইতে ছিনাইয়া নেয়। বর্ণনা করিয়াছেন, আব্দুল্লাহ্ ইব্ন যুবাইর (রাযিঃ) আমাকে তাহার মাতা আসমা বিনতে আবু বকরের কাছে প্রায়ই পাঠাইতেন এবং আমি তাঁহাকে হাজ্জাজের দুর্ব্যবহারের কথা অবহিত করিতাম। তিনি আমার জন্য দুআ করিতেন এবং আমার মাথায় হাত বুলাইতেন। আমি তখন বালক মাত্র।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَسْحِ الْمَرْأَةِ رَأْسَ الصَّبِيِّ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي، وَكَانَ لِعَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ فَأَخَذَهُ الْحَجَّاجُ مِنْهُ، قَالَ: كَانَ عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ بَعَثَنِي إِلَى أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ فَأُخْبِرُهَا بِمَا يُعَامِلُهُمْ حَجَّاجٌ، وَتَدْعُو لِي، وَتَمْسَحُ رَأْسِي، وَأَنَا يَوْمَئِذٍ وَصِيفٌ.
তাহকীক: