আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯৯৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৫৩. সাক্ষাতে সালাম করা মুসলমানের হক
৯৯৮. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ এক মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক রহিয়াছে। জিজ্ঞাসা করা হইল সেই হকগুলি কি কি ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেনঃ (১) যখন তুমি তাহার সহিত সাক্ষাৎ করিবে তখন তুমি তাহাকে সালাম দিবে। (২) সে যখন তোমাকে আহবান করিবে বা দাওয়াত করিবে তখন তুমি তাহার আহবানে সাড়া দিবে। (৩) সে যখন তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাহিবে তুমি তাহাকে সৎপরামর্শ বা সদুপদেশ দিবে। (৪) সে যখন হাঁচি দিয়া আল-হামদুলিল্লাহ’ বলিবে তখন (ইয়ারহামুকাল্লাহ্ আল্লাহ্ তোমার প্রতি রহম করুন বলিয়া) তাহার হাঁচির জবাব দিবে। এবং (৫) সে যখন ইন্তিকাল করিবে তখন তাহার সঙ্গী হইবে (অর্থাৎ জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করিবে)।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ أَنْ يُسَلِّمَ عَلَيْهِ إِذَا لَقِيَهُ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ‏:‏ حَدَّثَنَا مَالِكٌ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ، قِيلَ‏:‏ وَمَا هِيَ‏؟‏ قَالَ‏:‏ إِذَا لَقِيتُهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَشَمِّتْهُ، وَإِذَا مَرِضَ فَعُدْهُ، وَإِذَا مَاتَ فَاصْحَبْهُ‏.‏