আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০০৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৫৬- পদচারী কি আরোহীকে সালাম দিবে?
১০০৪. হযরত হুসায়ন (রাযিঃ) হয়রত শা’বী (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, একদা কোন এক আরোহী ব্যক্তির সহিত তাহার সাক্ষাৎ হয়। তিনি তখন তাহাকে প্রথমে সালাম দেন। আমি একটু বিস্মিতভাবে তাহাকে প্রশ্ন করিলামঃ আপনি তাহাকে প্রথমে সালাম দিতেছেন? তিনি বলিলেনঃ আমি হযরত শুরায়হকে পদচারী অবস্থায় প্রথমে সালাম দিতে দেখিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ‏:‏ هَلْ يُسَلِّمُ الْمَاشِي عَلَى الرَّاكِبِ‏؟‏
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُ لَقِيَ فَارِسًا فَبَدَأَهُ بِالسَّلاَمِ، فَقُلْتُ‏:‏ تَبْدَأُهُ بِالسَّلاَمِ‏؟‏ قَالَ‏:‏ رَأَيْتُ شُرَيْحًا مَاشِيًا يَبْدَأُ بِالسَّلامِ‏.‏
tahqiq

তাহকীক: