আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১০১০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৬০- যে ব্যক্তি ইশারায় সালাম দিলো।
১০১০. আবু কুর্রা খুরাসানী বলেন, হযরত আনাস (রাযিঃ)-কে আমাদের নিকট দিয়া অতিক্রমকালে তাহার হাত দ্বারা ইঙ্গিত করিয়া আমাদিগকে সালাম করিতে আমি স্বচক্ষে দেখিয়াছি। তাঁহার হাতে শ্বেত রোগের দাগ ছিল এবং আমি হযরত হাসানকে দেখিয়াছি তিনি জরদ-হলুদ খেযাব ব্যবহার করিতেন এবং তাহার মাথায় থাকিত কাল পাগড়ি। হযরত আস্মা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) তাঁহার হাত দ্বারা মহিলাদের প্রতি ইঙ্গিতে সালাম করেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ سَلَّمَ إِشَارَةً
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا هَيَّاجُ بْنُ بَسَّامٍ أَبُو قُرَّةَ الْخُرَاسَانِيُّ، رَأَيْتُهُ بِالْبَصْرَةِ، قَالَ: رَأَيْتُ أَنَسًا يَمُرُّ عَلَيْنَا فَيُومِئُ بِيَدِهِ إِلَيْنَا فَيُسَلِّمُ، وَكَانَ بِهِ وَضَحٌ، وَرَأَيْتُ الْحَسَنَ يَخْضُبُ بِالصُّفْرَةِ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ، وَقَالَتْ أَسْمَاءُ: أَلْوَى النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى النِّسَاءِ بِالسَّلامِ.
তাহকীক:
হাদীস নং: ১০১১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৬০- যে ব্যক্তি ইশারায় সালাম দিলো।
১০১১. হযরত সাদ বলেনঃ তিনি একদা হযরত আব্দুল্লাহ্ ইব্ন আম্র এবং কাসিম ইব্ন মুহাম্মাদের সাথে ভ্রমণে বাহির হন। তাহারা যখন সারফ নামক স্থানে উপনীত হন তখন হযরত আব্দুল্লাহ্ ইব্ন যুবায়র সেই পথে অতিক্রম করিতেছিলেন। তিনি তাহাদিগকে ইঙ্গিতে সালাম করিলেন এবং তাহারা দুইজনে উহার জবাবও দিলেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْنٍ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ سَعْدٍ، أَنَّهُ خَرَجَ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، وَمَعَ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، حَتَّى إِذَا نَزَلاَ سَرِفًا مَرَّ عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ فَأَشَارَ إِلَيْهِمْ بِالسَّلاَمِ، فَرَدَّا عَلَيْهِ.
তাহকীক:
হাদীস নং: ১০১২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৬০- যে ব্যক্তি ইশারায় সালাম দিলো।
১০১২. আলকামা ইব্ন মারসদ হযরত আতা ইব্ন আবু রাবাহর প্রমুখাৎ বর্ণনা করেন, পূর্ববর্তী যুগের বুযুর্গগণ হাত দ্বারা সালাম অপছন্দ করিতেন অথবা রাবী বলেন, তিনি (অর্থাৎ আতা ইব্ন আবু রাবাহ্) হাত দ্বারা সালাম করা অপছন্দ করিতেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا خَلادٌ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ: كَانُوا يَكْرَهُونَ التَّسْلِيمَ بِالْيَدِ، أَوْ قَالَ: كَانَ يَكْرَهُ التَّسْلِيمَ بِالْيَدِ.
তাহকীক: