আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৬৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৪৮৬. অনুচ্ছেদঃ দাসদাসীগণ যেন অনুমতি নিয়া ঘরে প্রবেশ করে
১০৬৫. হযরত ইব্‌ন উমর (রাযিঃ) কুরআন শরীফের (সূরা নূরঃ ৫৮) আয়াতঃ(‏لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ‏) “তোমাদের অধিকারভুক্ত দাসদাসীগণ যেন ঘরে প্রবেশ করিতে অনুমতি গ্রহণ করে” .... এর তাফসীর প্রসঙ্গে বলেনঃ এই নির্দেশ কেবল পুরুষদের অর্থাৎ দাসদের ব্যাপারেই প্রযোজ্য, নারীদের তথা দাসীদের জন্য প্রযোজ্য নহে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ ‏{‏لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ‏}‏
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ شَيْبَانَ، عَنْ لَيْثٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ‏:‏ ‏(‏لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ‏)‏، قَالَ‏:‏ هِيَ لِلرِّجَالِ دُونَ النِّسَاءِ‏.‏
tahqiq

তাহকীক: