আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১২৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫২২. না চিনিয়া খৃস্টানকে সালাম দেওয়া
১১২৩. অবদূর রহমান (রাহঃ) বলেন, একদা ইব্ন উমর (রাযিঃ) জনৈক খৃস্টানের পাশ দিয়া অতিক্রম করার সময় তাহাকে সালাম দিলেন এবং সে উহার জবাব দিল। এমন সময় তাঁহাকে জানানো হইল যে, এই ব্যাক্তিটি আসলে খৃস্টান। তিনি যখন উহা জানিতে পারিলেন তখন ফিরিয়া তাহার নিকট গেলেন এবং বলিলেনঃ ওহে, আমার সালাম ফেরত দাও! [অর্থাৎ আমি আমার সালাম প্রত্যাহার করিয়া নিলাম]।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا سَلَّمَ عَلَى النَّصْرَانِيِّ وَلَمْ يَعْرِفْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي جَعْفَرٍ الْفَرَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: مَرَّ ابْنُ عُمَرَ بِنَصْرَانيٍّ فَسَلَّمَ عَلَيْهِ، فَرَدَّ عَلَيْهِ، فَأُخْبِرَ أَنَّهُ نَصْرَانِيٌّ، فَلَمَّا عَلِمَ رَجَعَ إِلَيْهِ فَقَالَ: رُدَّ عَلَيَّ سَلامِي.
তাহকীক: