আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৪৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৩৭- রাস্তায় বসা।
১১৪৭. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) আমাদের নিকট তাশরীফ আনিলেন। আমরা তখন ছেলে মানুষ। তিনি আমাদিগকে সালাম দিলেন। তিনি আমাকে একটি কাজে পাঠাইলেন এবং আমার ফিরিয়া আসার অপেক্ষায় রাস্তায় বসিয়া রহিলেন। তিনি বলেন, ইহাতে (আমার মাতা) উম্মে সুমায়মের কাছে পৌছাতে আমার বিলম্ব হইল। তিনি জিজ্ঞাসা করিলেনঃ তোমাকে এতক্ষণ কিসে আটকাইয়া রাখয়াছিল? আমি বলিলামঃ নবী করীম (ﷺ) একটি কাজে আমাকে পাঠাইছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেনঃ কাজটি কী? বলিলামঃ উহা একটি গোপনীয় ব্যাপার। তিনি বলিলেন, বশ, রসুলুল্লাহ্‌ (ﷺ) এর গোপনীয় গোপনীয়তা রক্ষা করিও।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْجُلُوسِ عَلَى الطَّرِيقِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلامٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ‏:‏ أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَنَحْنُ صِبْيَانُ، فَسَلَّمَ عَلَيْنَا، وَأَرْسَلَنِي فِي حَاجَةٍ، وَجَلَسَ فِي الطَّرِيقِ يَنْتَظِرُنِي حَتَّى رَجَعْتُ إِلَيْهِ، قَالَ‏:‏ فَأَبْطَأْتُ عَلَى أُمِّ سُلَيْمٍ، فَقَالَتْ‏:‏ مَا حَبَسَكَ‏؟‏ فَقُلْتُ‏:‏ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ، قَالَتْ‏:‏ مَا هِيَ‏؟‏ قُلْتُ‏:‏ إِنَّهَا سِرٌّ، قَالَتْ‏:‏ فَاحْفَظْ سِرَّ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏.‏