আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১১৫৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৪২. তাঁহার পার্শ্বচরই সর্বাধিক সম্মানের পাত্র
১১৫৩. হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলিয়াছেন, আমার পার্শ্বচরগণই আমার কাছে সর্বাধিক সম্মানের পাত্র।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ أَكْرَمُ النَّاسِ عَلَى الرَّجُلِ جَلِيسُهُ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا السَّائِبُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: أَكْرَمُ النَّاسِ عَلَيَّ جَلِيسِي.
তাহকীক:
হাদীস নং: ১১৫৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৪২. তাঁহার পার্শ্বচরই সর্বাধিক সম্মানের পাত্র
১১৫৪. ইব্ন মুলায়কা বলেন, হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলিয়াছেন, আমার নিকট সর্বাধিক সম্মানের পাত্র হইতেছে আমার পার্শ্বচর, যদিও আমার নিকট আসিতে গিয়া সে লোকের ঘাড় টপকাইয়া বসে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُؤَمَّلٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَكْرَمُ النَّاسِ عَلَيَّ جَلِيسِي، أَنْ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ حَتَّى يَجْلِسَ إِلَيَّ.
তাহকীক: