আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৬৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫১. 'কোথা হইতে আসিলেন' বলা
১১৬৫. হযরত লায়স (রাহঃ) বলেন, হযরত মুজাহিদ অত্যন্ত অপসন্দ করিতেন। কোন ব্যাক্তির তাহার অপর ভাইয়ের প্রতি তীক্ষন দৃষ্টিতে তাকানোকে অথবা সে যখন উঠিয়া যায় তখন সে কোথায় যায় দেখিবার জন্য তাহার যাত্রাপথের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকানোকে অথবা কোথা হইতে আসিয়াছ বা কোথায় যাইবে এরূপ প্রশ্ন করাকে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ هَلْ يَقُولُ : مِنْ أَيْنَ أَقْبَلْتَ ؟
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ: كَانَ يَكْرَهُ أَنْ يُحِدَّ الرَّجُلُ النَّظَرَ إِلَى أَخِيهِ، أَوْ يُتْبِعَهُ بَصَرَهُ إِذَا قَامَ مِنْ عِنْدِهِ، أَوْ يَسْأَلَهُ: مِنْ أَيْنَ جِئْتَ، وَأَيْنَ تَذْهَبُ؟.
তাহকীক: