আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১১৭৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫৩- সোফা জাতীয় গদিতে বসা।
১১৭৭। ইমরান ইবনে মুসলিম (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ)-কে তার এক পা অপর পায়ের উপর রেখে গদিতে বসা অবস্থায় দেখেছি। (তাহাবী)
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْجُلُوسِ عَلَى السَّرِيرِ
حَدَّثَنَا حَدَّثَنَا يَحْيَى , قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، عَنْ مُوسَى بْنِ دِهْقَانَ , قَالَ : رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى سَرِيرِ عَرُوسٍ ، عَلَيْهِ ثِيَابٌ حُمْرُ " ، وَعَنْ أَبِيهِ ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ , قَالَ : " رَأَيْتُ أَنَسًا جَالِسًا عَلَى سَرِيرٍ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى
তাহকীক:
হাদীস নং: ১১৭৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫৬- চারজন একত্র হলে।
১১৭৭. হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, যখন তোমরা তিনজন একত্রে থাকিবে, তখন তৃতীয় জনকে বাদ দিয়া দুইজন কানাকানি করিবে না। কেননা, উহা তাহাকে মনঃক্ষুণ্ণ করিবে।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا كَانُوا أَرْبَعَةً
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ: حَدَّثَنِي شَقِيقٌ، عَنْ عَبْدِ اللهِ قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: إِذَا كُنْتُمْ ثَلاَثَةً فَلاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الثَّالِثِ، فَإِنَّهُ يُحْزِنُهُ ذَلِكَ.
তাহকীক:
হাদীস নং: ১১৭৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫৬- চারজন একত্র হলে।
১১৭৮. হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ হযরত আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, যখন তোমরা তিনজন একত্রে থাকিবে, তখন তৃতীয় জঙকে বাদ দিয়া দুইজন কানাকানি করিবে না। কেননা উহা তাহাকে মনঃক্ষুন্ন করিবে। আমরা তখন বলিলাম, যদি চারজন হয়? ফরমাইলেনঃ তাহা হিলে কোন ক্ষতি নাই।
أبواب الأدب المفرد للبخاري
وَحَدَّثَنِي أَبُو صَالِحٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ، قُلْنَا: فَإِنْ كَانُوا أَرْبَعَةً؟ قَالَ: لا يَضُرُّهُ.
তাহকীক:
হাদীস নং: ১১৭৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫৬- চারজন একত্র হলে।
১১৭৯. হযরত আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ তৃতীয়জন কে বাদ দিয়া দুইজন কানে কানে কথা বলিবে না যাবৎ না অন্যান্য মানুষের সাথে মিশিয়া যাইবে। কেননা, উহা তাহাকে মনঃক্ষুণ্ণ করিবে।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: لاَ يَتَنَاجَى اثْنَانِ دُونَ الْآخَرِ حَتَّى يَخْتَلِطُوا بِالنَّاسِ، مِنْ أَجْلِ أَنَّ ذَلِكَ يُحْزِنُهُ.
তাহকীক:
হাদীস নং: ১১৮০
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৫৬- চারজন একত্র হলে।
১১৮০. হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেনঃ যখন চারজন হইবে, তখন (কানে কানে যে কোন দুইজন কথা বলিতে) কোন আপত্তি নাই।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِذَا كَانُوا أَرْبَعَةً فَلا بَأْسَ.
তাহকীক: