আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১১৮৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৭. হযরত হান্যালা ইব্ন হিযাইয়াম (রাযিঃ) বলেন, একদা আমি নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হইলাম। তিনি তখন চারজানু অবস্থায় বসা ছিলেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ التَّرَبُّعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا ذَيَّالُ بْنُ عُبَيْدِ بْنِ حَنْظَلَةَ، حَدَّثَنِي جَدِّي حَنْظَلَةُ بْنُ حِذْيَمٍ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَرَأَيْتُهُ جَالِسًا مُتَرَبِّعًا.
তাহকীক:
হাদীস নং: ১১৮৮
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৮. আবু রুযায়ক বলেন, টিবি হযরত আলী ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন আব্বাসকে তাঁহার ডান পা তাঁহার বাম পায়ের উপর তুলিয়া বসিতে দেখিয়াছেন।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ: حَدَّثَنِي مَعْنٌ قَالَ: حَدَّثَنِي أَبُو رُزَيْقٍ، أَنَّهُ رَأَى عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، جَالِسًا مُتَرَبِّعًا، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى، الْيُمْنَى عَلَى الْيُسْرَى.
তাহকীক:
হাদীস নং: ১১৮৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৯. ইমরান ইব্ন মুসলিম বলেন, আমি হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে চারজানু অবস্থায় একপায়ের উপর অপর পা রাখিয়া বসিতে দখিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَجْلِسُ هَكَذَا مُتَرَبِّعًا، وَيَضَعُ إِحْدَى قَدَمَيْهِ عَلَى الأخْرَى.
তাহকীক: