আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৯৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৬৭. অনুচ্ছেদঃ ডান হাতে আদান-প্রদান
১১৯৭. হযরত সালেম তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ তোমাদের মধ্যকার কোন ব্যক্তি যেন বাম হাতের সাহায্যে না খায় এবং বাম হাতে সাহায্যে পানীয় গ্রহণ না করে, কেননা, শয়তান বাম হাতের সাহয্যেই আহার্য্য ও পানীয় গ্রহণ করিয়া থাকে ।
রাবী বলেনঃ হযরত নাফি উহাতে আরও যোগ করিতেনঃ এবং উহা দ্বারা কিছু গ্রহণও করিবে না, প্রদানও করিবে না।
রাবী বলেনঃ হযরত নাফি উহাতে আরও যোগ করিতেনঃ এবং উহা দ্বারা কিছু গ্রহণও করিবে না, প্রদানও করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ لا يَأْخُذُ وَلا يُعْطِي إِلا بِالْيُمْنَى
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ , قَالَ : حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ، قَالَ : حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ , قَالَ : حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ , قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لا يَأْكُلُ أَحَدُكُمْ بِشِمَالِهِ ، وَلا يَشْرَبَنَّ بِشِمَالِهِ ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ ، وَيَشْرَبُ بِشِمَالِهِ " ، قَالَ : كَانَ نَافِعٌ يَزِيدُ فِيهَا : " وَلا يَأْخُذْ بِهَا ، وَلا يُعْطِي بِهَا
তাহকীক: