আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৪৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৫৯৩. কায়লুলা বা দুপুরে আহারোত্তর বিশ্রাম
১২৪৬. হযরত উমর (রাযিঃ) বর্ণনা করেন যে, কুরায়শ বংশীয় কিছু লোক প্রায়ই হযরত ইব্‌ন মাসউদের বাড়ীতে জমায়েত হইতেন। যখন ছায়া ঢলিয়া পড়িত অর্থাৎ দুপুর গড়াইয়া যাইত তখন তিনি বলিতেন এবার উঠিয়া পড়, বাকী সময়টা (এভাবে বসিয়া কাটাইলে উহা হইবে) শয়তানের। একথা বলিতে বলিতে যাহার নিকট দিয়াই তিনি যাইতেন, তখন তাঁহাকে বলা হইল, এই ব্যক্তি হইল বনি হাস্‌হাস গোত্রীয় গোলাম, কবিতা চর্চায় লিপ্ত রহিয়াছে। তখন তিনি তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি কী বলিতেছ বল দেখি ! তখন সে ব্যক্তি আবৃত্তি করিলঃ وَدِّعْ سُلَيْمَى إِنْ تَجَهَّزْتَ غَازِيَا كَفَى الشَّيْبُ وَالإِسْلاَمُ لِلْمَرْءِ نَاهِيَا “সুলায়মা প্রেমিকার বিদায়ের আয়োজন যদি করিয়াই থাক, তবে তাহাকে বিদায় দিয়া দাও, কেননা, অবৈধ প্রণয়ের পথে বার্ধক্য ও ইসলামই প্রতিবন্ধকরূপে যথেষ্ট।” ইব্‌ন মাসউদ (রাযিঃ) তখন বলিয়া উঠিলেন : যথার্থ বলিয়াছ ! যথার্থ বলিয়াছ !
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْقَائِلَةِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ السَّائِبِ، عَنْ عُمَرَ قَالَ‏:‏ رُبَّمَا قَعَدَ عَلَى بَابِ ابْنِ مَسْعُودٍ رِجَالٌ مِنْ قُرَيْشٍ، فَإِذَا فَاءَ الْفَيْءُ قَالَ‏:‏ قُومُوا فَمَا بَقِيَ فَهُوَ لِلشَّيْطَانِ، ثُمَّ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ إِلاَّ أَقَامَهُ، قَالَ‏:‏ ثُمَّ بَيْنَا هُوَ كَذَلِكَ إِذْ قِيلَ‏:‏ هَذَا مَوْلَى بَنِي الْحَسْحَاسِ يَقُولُ الشِّعْرَ، فَدَعَاهُ فَقَالَ‏:‏ كَيْفَ قُلْتَ‏؟‏ فَقَالَ‏:‏ وَدِّعْ سُلَيْمَى إِنْ تَجَهَّزْتَ غَازِيَا كَفَى الشَّيْبُ وَالإِسْلاَمُ لِلْمَرْءِ نَاهِيَا، فَقَالَ‏:‏ حَسْبُكَ، صَدَقْتَ صَدَقْتَ‏.‏
tahqiq

তাহকীক: