আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৬৩
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০৫. জন্মের সময় নবজাতককে দুআ দেওয়া
১২৬৩. হাযম বলেন, আমি হযরত মু’আবিয়া ইব্‌ন কুররাকে বলিতে শুনিয়াছি, আমার ঘরে যখন ‘ইয়াস’ ভূমিষ্ঠ হইল, সেদিন আমি নবী করীম (ﷺ)-এর কতিপয় সাহাবীকে দাওয়াত করিয়া খাওয়াইলাম এবং তাঁহারা দুআ করলেন। আমি বললাম, আপনারা দুআ করিয়াছেন আল্লাহ্ আপনাদেরকে বরকত দিন এবং আপনাদের দুআ কবূল করুন। এবার আমি দুআ করিব, আপনারা আমার সাথে আমীন বলিবেনঃ তিনি বলেন, অতঃপর আমি তাহার দীনদারী ও বুদ্ধিমত্তা প্রভৃতির ব্যাপারে অনেক দুআ করিলাম। তিনি বলেনঃ আমি আজ পর্যন্ত তাহার মধ্যে সেদিনের সে দুআ কবুল হওয়ার লক্ষণাদি প্রত্যক্ষ করিতেছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الدُّعَاءِ فِي الْوِلادَةِ
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَزْمٌ قَالَ‏:‏ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ يَقُولُ‏:‏ لَمَّا وُلِدَ لِي إِيَاسٌ دَعَوْتُ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَطْعَمْتُهُمْ، فَدَعَوْا، فَقُلْتُ‏:‏ إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ، وَإِنِّي إِنْ أَدْعُو بِدُعَاءٍ فَأَمِّنُوا، قَالَ‏:‏ فَدَعَوْتُ لَهُ بِدُعَاءٍ كَثِيرٍ فِي دِينِهِ وَعَقْلِهِ وَكَذَا، قَالَ‏:‏ فَإِنِّي لَأَتَعَرَّفُ فِيهِ دُعَاءَ يَوْمِئِذٍ‏.‏
tahqiq

তাহকীক: