আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৭৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬১৫. পাশা খেলোয়াড়দিগকে সালাম দিবে না
১২৭৬. ফুযায়ল ইব্ন মুসলিম তদীয় পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, একদা হযরত আলী (রাযিঃ) যখন ‘বাবুল কাসর’ হইতে বাহির হইতেন। তখন যদি তাঁহার দৃষ্টিতে কোন পাশা খেলার লোক পড়িয়া যাইত, তবে তিনি তাহাদিগকে লইয়া গিয়া সকাল হইতে রাত্রি পর্যন্ত আটক করিয়া রাখিতেন। তাহাদের মধ্যকার কোন কোন ব্যক্তিকে তিনি মধ্যাহ্ন পর্যন্ত আটক করিয়া রাখিতেন। রাবী বলেন, যাহাদিগকে তিনি রাত্রি পর্যন্ত আটক রাখিতেন, তাহারা হইল যাহারা টাকা কড়ি দিয়া এই খেলা খেলিত। অর্থাৎ এই খেলায় টাকা পয়সার বাজী ধরিত, আর মধ্যাহ্ন পর্যন্ত আট্কাইয়া রাখিতেন ঐ সমস্ত লোককে যাহারা শুধু খেলাই খেলিত। (টাকা পয়সার বাজী ধরিত না।) আর তিনিই এমন ব্যক্তিদিগকে সালাম দিতে নিষেধ করিতেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَمْ يُسَلِّمْ عَلَى أَصْحَابِ النَّرْدِ
حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ الْحَكَمِ الْقَاضِي، قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ الْوَلِيدِ الْوَصَّافِيُّ، عَنِ الْفُضَيْلِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ قَالَ: كَانَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِذَا خَرَجَ مِنْ بَابِ الْقَصْرِ، فَرَأَى أَصْحَابَ النَّرْدِ انْطَلَقَ بِهِمْ فَعَقَلَهُمْ مِنْ غُدْوَةٍ إِلَى اللَّيْلِ، فَمِنْهُمْ مَنْ يُعْقَلُ إِلَى نِصْفِ النَّهَارِ. قَالَ: وَكَانَ الَّذِي يُعْقَلُ إِلَى اللَّيْلِ هُمُ الَّذِينَ يُعَامِلُونَ بِالْوَرِقِ، وَكَانَ الَّذِي يُعْقَلُ إِلَى نِصْفِ النَّهَارِ الَّذِينَ يَلْهُونَ بِهَا، وَكَانَ يَأْمُرُ أَنْ لا يُسَلِّمُوا عَلَيْهِمْ.
তাহকীক: