আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৯১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২০- যে ব্যক্তি নিজ পরিধেয় বস্ত্রে নাকের ময়লা মোছে।
১২৯১. হযরত মুহাম্মাদ ইব্ন সীরীন (র.) বর্ণনা করেন যে, একদা হযরত আবু হুরায়রা (রাযিঃ) রুমাল দিয়া নাক ঝড়িলেন এবং নিজের মনেই বলিয়া উঠিলেনঃ বাঃ বাঃ, আবু হুরায়রা আজ রেশমী রুমালে নাক ঝাড়িতেছে, অথচ এমনও এক সময় গিয়াছে যখন আমি হযরত আয়েশা (রাযিঃ)-এর হুজ্রা এবং মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী স্থানে পড়িয়া লুটিপুটি খাইয়াছি। আর লোক বলাবলি করিতেছিল, পাগল, পাগল ! অথচ ক্ষুৎ- কষ্ট ছাড়া অপর কোন রোগ তখন আমার ছিল না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنِ امْتَخَطَ فِي ثَوْبِهِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ تَمَخَّطَ فِي ثَوْبِهِ ثُمَّ قَالَ: بَخٍ بَخٍ، أَبُو هُرَيْرَةَ يَتَمَخَّطُ فِي الْكَتَّانِ، رَأَيْتُنِي أُصْرَعُ بَيْنَ حُجْرَةِ عَائِشَةَ وَالْمِنْبَرِ، يَقُولُ النَّاسُ: مَجْنُونٌ، وَمَا بِي إِلا الْجُوعُ.
তাহকীক: