আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
الأدب المفرد للبخاري
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩০৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২৮. বালকদের জন্য খেলাধুলার অনুমতি
১৩০৬. হযরত আব্দুল আযীয (র.) বলেন, আবু উক্বা নামে যাহাকে অভিহিত করা হইত এমন একজন পুণ্যবান প্রবীণ ব্যক্তি আমার কাছে বর্ণনা করিয়াছেনঃ একদা আমি হযরত ইব্ন উমরের সাথে রাস্তায় চলিতেছিলাম । কতিপয় কাফ্রী (হাবশী) বালক রাস্তায় পড়িল। তিনি তাহাদিগকে খেলা করিতেছে দেখিতে পাইলেন। তখন তিনি দুইটি দিরহাম বাহির করিয়া তাহাদিগকে প্রদান করিলেন। |
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ قَالَ: حَدَّثَنِي شَيْخٌ مِنْ أَهْلِ الْخَيْرِ يُكَنَّى أَبَا عُقْبَةَ قَالَ: مَرَرْتُ مَعَ ابْنِ عُمَرَ مَرَّةً بِالطَّرِيقِ، فَمَرَّ بِغِلْمَةٍ مِنَ الْحَبَشِ، فَرَآهُمْ يَلْعَبُونَ، فَأَخْرَجَ دِرْهَمَيْنِ فَأَعْطَاهُمْ.
তাহকীক:
হাদীস নং: ১৩০৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬২৮. বালকদের জন্য খেলাধুলার অনুমতি
১৩০৭. হযরত আয়েশা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) আমার নিকট আমার সইদের পাঠাইতেন। তাহারা আসিয়া আমাকে নিয়া খেলাধূলা করিত। তাহারা ছিল ছোট ছোট বালিকা।
أبواب الأدب المفرد للبخاري
حَدَّثَنَا عَبْدُ اللهِ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُسَرِّبُ إِلَيَّ صَوَاحِبِي يَلْعَبْنَ بِاللَّعِبِ، الْبَنَاتِ الصِّغَارِ.
তাহকীক: