আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

الأدب المفرد للبخاري

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩১১
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬৩১. অনুচ্ছেদঃ মজলিসে বসিয়া থুথু ফেলিতে হইলে
১৩১১. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, যখন লোক সমক্ষে থুথু ফেলিতে হয়, তখন দুই হাতে উহা আড়াল করিয়া মাটিতে ফেলিবে, যাহাতে থুথু না ছড়ায়। আর যখন রোযা রাখিবে তখন তৈল ব্যবহার করিবে, তাহা হইলে রোযার আলামত (রোযাজনিত শুষ্কতা) পরিলক্ষিত হইবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِذَا تَنَخَّعَ وَهُوَ مَعَ الْقَوْمِ
حَدَّثَنَا مُوسَى، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَيَّاشٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ إِذَا تَنَخَّعَ بَيْنَ يَدَيِ الْقَوْمِ فَلْيُوَارِ بِكَفَّيْهِ حَتَّى تَقَعَ نُخَاعَتُهُ إِلَى الأَرْضِ، وَإِذَا صَامَ فَلْيَدَّهِنْ، لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ الصَّوْمِ‏.‏
tahqiq

তাহকীক: