মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২- ঈমানের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৬৪
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, একদা ক'জন সাহাবী হুযুর (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলেন, আমরা আমাদের অন্তরে এমন সব কল্পনা পেয়ে থাকি যা বলা অতীব মারাত্মক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রকৃতই তোমরা এরূপ কিছু পেয়ে থাক? তাঁরা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এটাই স্পষ্ট ঈমান। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ. قَالَ: «أَو قد وجدتموه» قَالُوا: نعم. قَالَ: «ذَاك صَرِيح الْإِيمَان» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৫
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, শয়তান তোমাদের নিকট আসে অতঃপর বলে, এটা কে সৃষ্টি করেছে? ওটা কে সৃষ্টি করেছে? অবশেষে বলে, তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে? যখন এ পর্যন্ত পৌঁছে যায়, তখন সে যেন আল্লাহর পানাহ চায় এবং এ থেকে বিরত থাকে। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ: مَنْ خلق كَذَا؟ مَنْ خَلَقَ كَذَا؟ حَتَّى يَقُولَ: مَنْ خَلَقَ رَبَّكَ؟ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ وَلْيَنْتَهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৬
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, মানুষ পরস্পর জিজ্ঞাসাবাদ করতে থাকে। অবশেষে বলে, আল্লাহ্ পাক সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে? অতএব যে এরূপ কিছু অন্তরে পাবে, তখন সে যেন বলে, আমি আল্লাহ্ ও রাসূলের প্রতি ঈমান এনেছি। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ؟ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ: آمَنت بِاللَّه وَرُسُله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৭
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৭। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের প্রত্যেকের সাথে একজন জ্বিন সাথী এবং একজন ফিরিশতা সাথী অবশ্যই নিযুক্ত করে দেয়া হয়েছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার সাথেও? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথেও। তবে আল্লাহ্ পাক তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। সে আমার বাধ্য হয়ে গেছে, ফলে সে আমাকে ভাল কাজ ছাড়া কোন হুকুম দেয় না।(মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ وَقَرِينُهُ مِنَ الْمَلَائِكَةِ. قَالُوا: وَإِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: وَإِيَّايَ وَلَكِنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৮
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৮। হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় শয়তান মানুষের রক্ত প্রবাহের শিরায় শিরায় প্রবাহমান থাকে। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الانسان مجْرى الدَّم»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৬৯
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এমন কোন আদম সন্তান ভূমিষ্ঠ হয় নি, যাকে ভূমিষ্ঠের সময় শয়তান স্পর্শ করে নি। শয়তানের স্পর্শের কারণে সে চিৎকার করে উঠে। কেবল মারিয়ম ও তাঁর পুত্র ছাড়া। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلَّا يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭০
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭০। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ভূমিষ্ঠকালে শিশুর চিৎকার শয়তানের খােচার কারণে। (বোখারী, মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَاحُ الْمَوْلُودِ حِينَ يَقَعُ نَزْغَةٌ من الشَّيْطَان»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭১
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭১। হযরত জাবের (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইবলীস পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অতঃপর মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার বাহিনী পাঠায়। এদের মধ্যে তার কাছে সবচাইতে সম্মানিত হয় সে, যে সবচাইতে বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে কেউ এসে বলে, আমি এমন এমন করেছি। তখন ইবলীস বলে, আরে! তুমি কিছুই করো নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অতঃপর আর একজন এসে বলে, আমি কিছুই বাদ দেই নি, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তখন ইবলীস তাকে কাছে টেনে নেয় এবং বলে, বেশ বেশ। হযরত আ'মাশ (রহ) বলেন, আমার মনে হয়, তখন ইবলীসকে জড়িয়ে ধরে। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى المَاء ثمَّ يبْعَث سراياه فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلَتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكَتُهُ حَتَّى فَرَّقَتْ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نَعَمْ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أرَاهُ قَالَ «فيلتزمه» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৭২
- ঈমানের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭২। হযরত জাবের (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, তিনি বলেন, শয়তান আরব উপদ্বীপের নামাযীদের থেকে তার পূজার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তবে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দেয়ার ব্যাপারে নিরাশ হয়নি। (মুসলিম)
كتاب الإيمان
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِن الشَّيْطَان قد أيس أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنَّ فِي التحريش بَينهم» . رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক: