মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৮১
- পাক-পবিত্রতার অধ্যায়
অধ্যায়ঃ পাক-পবিত্রতা-

প্রথম অনুচ্ছেদ
২৮১। হযরত আবু মালেক আশআরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পাক পবিত্রতা ঈমানের অর্ধেক। "আলহামদুলিল্লাহ” শব্দটি পাল্লা পূর্ণ করে এবং “সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি” কালাম দু'টি (পুণ্যে) অথবা “আসমানসমূহ এবং যমিনের মধ্যকার সকল কিছু পূর্ণ করে দেয়। নামায হল আলো, দান হল দলীল। ধৈর্য হল জ্যোতি। কুরআন হল তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ । প্রত্যেক মানুষ সকালে উঠে নিজ আত্মার ক্রয়-বিক্রয় করে। হয়তো তাকে মুক্ত করে, নতুবা তাকে ধ্বংস করে। —মুসলিম
كتاب الطهارة
اَلْفَصْلُ الْلأَوَّلُ
عَن أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآنِ - أَوْ تَمْلَأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ يَغْدُو فَبَائِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا» . رَوَاهُ مُسْلِمٌ

وَفِي رِوَايَةٍ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ تَمْلَآنِ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ» . لَمْ أَجِدْ هَذِهِ الرِّوَايَةَ فِي الصَّحِيحَيْنِ وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ وَلَا فِي «الْجَامِعِ» وَلَكِنْ ذَكَرَهَا الدَّارِمِيُّ بدل «سُبْحَانَ الله وَالْحَمْد لله»