মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২৯২
- পাক-পবিত্রতার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৯২। হযরত ছাওবান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তােমরা (কাজের ক্ষেত্রে) যথারীতি ঠিক থাকবে। অবশ্য তোমরা (সর্বক্ষেত্রে) তদ্রূপ ঠিক থাকতে পারবে না। তবে জেনে রেখো যে, তোমাদের সকল কাজের মধ্যে নামায হল সর্বোত্তম। (আর নামাযের জন্য প্রয়োজন উত্তম অজুর) কিন্তু পূর্ণ মু'মিন ব্যতীত কেউই অজুর যাবতীয় রীতিনীতি রক্ষা করে না।
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّانِيْ
عَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ» . رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
তাহকীক:
হাদীস নং: ২৯৩
- পাক-পবিত্রতার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৯৩। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজু থাকা সত্ত্বেও অজু করবে তার জন্য দশটি পুণ্য রয়েছে। —তিরমিযী
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّانِيْ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كُتِبَ لَهُ عَشْرُ حَسَنَاتٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
তাহকীক: