মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৪- পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫১৫
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৫। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যার গোশত খাওয়া বৈধ, তার প্রস্রাব লাগলে কোন ক্ষতির কারণ নেই।
كتاب الطهارة
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:: «لَا بَأْسَ بِبَوْلِ مَا يُؤْكَلُ لَحْمُهُ»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫১৬। জাবির (ইবনু ’আব্দুল্লাহ) (রাঃ)-এর বর্ণনায় আছেঃ তিনি বলেন, যে জীব-জন্তুর গোশত খাওয়া হয় তার প্রস্রাবে দোষ নেই। (আহমাদ ও দারাকুত্বনী)
كتاب الطهارة
وَفِي رِوَايَةِ جَابِرٍ قَالَ: «مَا أُكِلَ لَحْمُهُ فَلَا بَأْس ببوله» . رَوَاهُ أَحْمد وَالدَّارَقُطْنِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫১৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - মোজার উপর মাসাহ করা
৫১৭। হযরত শুরাইহ ইবন হানী বলেছেন, আমি হযরত আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে মোজার উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তা মুসাফিরের জন্য তিনদিন তিনরাত্র এবং মুকীমের জন্য একদিন একরাত্র নির্ধারণ করে দিয়েছেন। -মুসলিম
كتاب الطهارة
بَابُ الْمَسْحِ عَلَى الْخُفَيَّنِ
عَن شُرَيْح بن هَانِئ قَالَ: سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ. رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক: