মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৬৩৫
- নামাযের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) নবী পাক (ﷺ) হতে আল্লাহ্ পাকের বাণী, “ফজরের কিরাতে (নামাযে) হাজির হয়”। (সূরা বনী ইসরাঈলঃ ৭৮) এর ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে, তাতে হাজির হয় রাত্রের ফিরিশতাগণ এবং দিনের ফিরিশতাগণ। -তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ تَعَالَى: (إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا)
قَالَ: «تَشْهَدُهُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
قَالَ: «تَشْهَدُهُ مَلَائِكَةُ اللَّيْلِ وَمَلَائِكَةُ النَّهَارِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক: