মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১০২২
- নামাযের অধ্যায়
২০. তৃতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০২২। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি নামায পড়ার সময় কিছু কম হয়েছে বলে সন্দেহ করে, সে যেন তখন আরো রাকাত আদায় করে নেয়। যাতে তার অতিরিক্ত হলো কিনা সে সন্দেহ সৃষ্টি হয়। —আহমদ
كتاب الصلاة
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «مَنْ صَلَّى صَلَاةً يَشُكُّ فِي النُّقْصَانِ فَلْيُصَلِّ حَتَّى يشك فِي الزِّيَادَة» . رَوَاهُ أَحْمد
তাহকীক: