মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৩১
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩১। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার নবী পাক (ﷺ) যোহরের নামাযে রুকূর পূর্বে একটি সিজদাহ করলেন। তারপর দাঁড়ালেন। এরপর নিয়মিত রুকূ করলেন। এতে লোকজন মনে করল যে, তিনি তানযীলুস সিজদাহ পাঠ করেছেন যাতে একটি সিজদার আয়াত রয়েছে। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي صَلَاةِ الظُّهْرِ ثُمَّ قَامَ فَرَكَعَ فَرَأَوْا أَنَّهُ قَرَأَ تَنْزِيلَ السَّجْدَةَ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩২
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩২। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কুরআন পড়ে শুনাতেন। সিজদার আয়াতে পৌঁছলে তিনি তাকবীর বলে একটি সিজদাহ করতেন। আর আমরাও তাঁর অনুসরণে সিজদাহ করতাম। -আবু দাউদ
كتاب الصلاة
وَعنهُ: أَنه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ وَسجد وسجدنا مَعَه. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩৩
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৩। হযরত ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের বছর একটি সিজদাহ আয়াত তিলাওয়াত করলেন। তখন সকল লোকই সিজদাহ আদায় করল। তাদের মধ্যে কেউ কেউ বাহনের উপরই সিজদাহ করল আর কেউ যমিনে সিজদাহ করল। এমনকি কোন কোন বাহনারোহী ব্যক্তি নিজ হাতের উপরই সিজদাহ করল। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَن ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَامَ الْفَتْحِ سَجْدَةً فَسَجَدَ النَّاسُ كُلُّهُمْ مِنْهُمُ الرَّاكِبُ وَالسَّاجِدُ عَلَى الْأَرْضِ حَتَّى إِنَّ الرَّاكِبَ لَيَسْجُدُ عَلَى يَده. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩৪
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৪। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) মদীনায় আসার পর মুফাছছাল সূরাসমূহের কোন সূরায়ই সিজদাহ করেন নি। -আবু দাউদ
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَسْجُدْ فِي شَيْءٍ مِنَ الْمُفَصَّلِ مُنْذُ تَحَوَّلَ إِلَى الْمَدِينَةِ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩৫
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৫। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে তিলাওয়াতের সিজদায় এই দোয়া পাঠ করতেন, “আমার মুখমণ্ডল সিজদাহ করল তাঁরই উদ্দেশ্যে, যিনি সেটি সৃষ্টি করেছেন এবং তাতে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন। সিজদাহ করল তাঁরই প্রদত্ত শক্তি ও সামর্থ্য দ্বারা। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩৬
- নামাযের অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৬। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)। এই রাত্রে নিদ্রিত অবস্থায় আমি স্বপ্নে দেখলাম, যেন আমি একটি বৃক্ষের পেছনে নামায পড়ছি। তখন আমি তিলাওয়াতের সিজদাহ করলাম এবং আমার সাথে ঐ বৃক্ষটিও সিজদাহ করল। তাকে সিজদায় বলতে শুনলাম, হে আল্লাহ্! এই সিজদার বদলে তুমি আমার জন্য তোমার নিকট সওয়াব নির্দিষ্ট করে রাখ। এর বদলে আমার গুনাহের বোঝা নামিয়ে দাও। এটিকে আমার জন্য তোমার নিকট পুণ্যের সঞ্চয় রূপে জমা রাখ এবং এটা আমার তরফ হতে কবুল কর যেভাবে এটা তুমি তোমার বান্দা দাউদ (আ)-এর তরফ হতে কবুল করেছ।”
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, অতঃপর একদা নবী পাক (ﷺ) একটি সিজদার আয়াত তিলাওয়াত করলেন। তারপর সিজদাহ করলেন। তখন আমি তাঁকে তাই পাঠ করতে শুনলাম যার সংবাদ সেই ব্যক্তি তাঁকে দিয়েছিল । (অর্থাৎ উল্লিখিত বৃক্ষটি যা বলেছিল। -তিরমিযী, ইবনে মাজাহ
কিন্তু ইবনে মাজাহ "হে আল্লাহ! আমার তরফ হতে। কবুল কর যেভাবে তা তোমার বান্দা দাউদের তরফ হতে কবুল করেছ” বাক্যটি বর্ণনা করেন নি। তিরমিযী (রহ) বলেন যে, এই হাদীসটি গরীব।
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُنِي اللَّيْلَةَ وَأَنَا نَائِمٌ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ فَسَجَدْتُ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِي فَسَمِعْتُهَا تَقُولُ: اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجْدَةً ثُمَّ سَجَدَ فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ مِثْلَ مَا أَخْبَرَهُ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ. وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৩৭
- নামাযের অধ্যায়
২১. তৃতীয় অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০৩৭। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা নবী পাক (ﷺ) মক্কায় সূরা নাজম তিলাওয়াত করলেন এবং তাতে সিজদাহ করলেন। তখন তাঁর নিকট মুসলমান ও কাফির যারা ছিল তারা সকলেই সিজদাহ করল; কিন্তু কুরাইশদের এক বৃদ্ধ ব্যক্তি একমুষ্টি কংকর অথবা মাটি উঠিয়ে কপাল পর্যন্ত নিয়ে বলল, আমার জন্য এটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ বলেন, পরে আমি এই বৃদ্ধকে যুদ্ধে কাফির অবস্থায় নিহত হতে দেখেছি। -বুখারী, মুসলিম
বুখারীর আর এক বর্ণনায় আছে, সে বৃদ্ধ লোকটি হলো উমাইয়া ইবনে খালফ ।
كتاب الصلاة
عَنِ ابْنِ مَسْعُودٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ (وَالنَّجْمِ)

فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ كَانَ مَعَهُ غَيْرَ أَنَّ شَيْخًا مِنْ قُرَيْشٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى أَوْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ وَقَالَ: يَكْفِينِي هَذَا. قَالَ عَبْدُ اللَّهِ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا. وَزَادَ الْبُخَارِيُّ فِي رِوَايَةٍ: وَهُوَ أُمَيَّةُ بْنُ خلف
tahqiq

তাহকীক: