মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১২৯
- নামাযের অধ্যায়
২৭. প্রথম অনুচ্ছেদ - ইমামের কর্তব্য কি
১১২৯। হযরত আনাস (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা কোন ইমামের পিছনে এত সংক্ষেপ অথচ এত পূর্ণ নামায পড়ি নাই—এমন কি, যখন তিনি কোন শিশুর ক্রন্দন শুনিতেন, তখন তাহার মা উদ্বিগ্ন হওয়ার আশংকায় নামায সংক্ষেপ করিতেন। মোত্তাঃ
كتاب الصلاة
بَابُ مَا عَلَى الإِمَامِ
عَنْ أَنَسٍ قَالَ: مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلَاةً وَلَا أَتَمَّ صَلَاةً مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أمه