মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১১৫১
- নামাযের অধ্যায়
২৯. প্রথম অনুচ্ছেদ - দু’বার সালাত আদায় করা
১১৫১। হযরত জাবের (রাঃ) বলেন, মুআয ইবনে জাবাল (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামায পড়িতেন। অতঃপর নিজের লোকদের নিকট যাইয়া তাহাদের এশার সেই নামায পড়াইতেন, অথচ তাঁহার নামায ছিল নফল। বায়হাকী ও বোখারী
كتاب الصلاة
بَابُ مَنْ صَلّى صَلَاةً مَرَّتَيْنِ
وَعَنْهُ قَالَ: كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ ثُمَّ يَرْجِعُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي بِهِمُ الْعِشَاءَ وَهِيَ لَهُ نَافِلَة. أخرجه الشَّافِعِي فِي مُسْنده والطَّحَاوِي وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ
তাহকীক: