মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৫৩
- নামাযের অধ্যায়
৩৪. তৃতীয় অনুচ্ছেদ - কাজে মধ্যপন্থা অবলম্বন করা
১২৫৩। তাবেয়ী হযরত সালেম ইবনে আবুল জা'দ বলেন, একদা খোযাআ গোত্রের এক ব্যক্তি বলিল, আহা, যদি আমি নামায পড়িতে পারিতাম, শান্তি লাভ করিতাম ! সালেম বলেন, শ্রোতাগণ যেন তাহার এই উক্তিকে (অর্থাৎ, নামাযের দ্বারা শান্তিলাভের কথাকে) দূষণীয় বলিয়া মনে করিলেন। (ইহা দেখিয়া ) সে বলিল, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (বলিতে) শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ হে বেলাল, নামাযের আযান দাও এবং উহা দ্বারা আমাকে শান্তি দান কর। –আবু দাউদ
كتاب الصلاة
وَعَن سَالم بن أبي الْجَعْد قَالَ: قَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ: لَيْتَنِي صَلَّيْتُ فَاسْتَرَحْتُ فَكَأَنَّهُمْ عَابُوا ذَلِكَ عَلَيْهِ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «أَقِمِ الصَّلَاةَ يَا بِلَالُ أَرِحْنَا بِهَا» . رَوَاهُ أَبُو دَاوُد