মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৮৮
- নামাযের অধ্যায়
৩৬. প্রথম অনুচ্ছেদ - দুআ কুনূত।

দো'আ কুনূত কোন্ নামাযে পড়িতে হইবে, নামাযের কোন্ স্থলে পড়িতে হইবে এবং কতদিন পড়িতে হইবে–এ অধ্যায়ে সেসকল বিষয়ের হাদীস উদ্ধৃত হইয়াছে।
এ ব্যাপারের সমস্ত হাদীস আলোচনা করিয়া ইমাম আ'যম আবু হানীফা, ইমাম মালেক ও ইমাম শাফেয়ী প্রমুখ ইমামগণ এ সিদ্ধান্তে পৌঁছিয়াছেন যে, দো'আ কুনূত সর্বদা পড়িবে, তবে ইমাম আবু হানীফার মতে উহা বিতির নামাযেই পড়িতে হইবে, আর ইমাম মালেক ও শাফেয়ীর মতে ফজরের নামাযে পড়িবে। ইসলাম ও মুসলমানদের উপর বিপদকালে উহা সকল নামাযেই পড়িতে পারে, ইহাকে ‘কুনুতে নাযেলা' বলে। দো'আ কুনূতের স্থল সম্পর্কে ইমাম আবু হানীফা (রঃ) বলেন, বিতির নামাযের শেষ রাকআতে কেরাআতের পর এবং রুকুর পূর্বে পড়িবে; কিন্তু ইমাম শাফেয়ী (রঃ) বলেন, ফজরের নামাযের শেষ রাকআতে রুকুর পর দাঁড়াইয়া পড়িবে। —অনুবাদক
১২৮৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাহারও বিপক্ষে বা কাহারও পক্ষে দোআ করিবার ইচ্ছা করিতেন, তখন রুকুর পরে দো'আ কুনূত পড়িতেন। অনেক সময় যখন সামিআল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদ বলিতেন, (তৎপর) বলিতেন: "হে খোদা, মুক্তিদান কর ওলীদ ইবনে ওলীদকে, সালামা ইবনে হেশামকে ও আয়্যাশ ইবনে আবু রবীআকে। হে খোদা, কঠোর কর তোমার শাস্তি মোযার গোত্রের প্রতি, কর উহাকে তাহাদের জন্য ইউসুফ নবীর দুর্ভিক্ষের অনুরূপ। ইহা তিনি উচ্চঃস্বরে বলিতেন, এছাড়া তিনি তাহার কোন কোন নামাযে আরবের কোন কোন গোত্রের প্রতি লক্ষ্য করিয়া বলিতেন, "হে খোদা, তুমি অভিসম্পাত কর অনুক অমুককে। " যাবৎ না আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন, "(হে নবী!) এ ব্যাপারে আপনার কোন অধিকার নাই।" — মোত্তাঃ
كتاب الصلاة
بَاب الْقُنُوْتِ
عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ عَلَى أَحَدٍ أَوْ يَدْعُوَ لِأَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ فَرُبَّمَا قَالَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ: اللَّهُمَّ أَنْج الْوَلِيد بن الْوَلِيد وَسَلَمَة ابْن هِشَام وَعَيَّاش بن رَبِيعَةَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ وَاجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ يَجْهَرُ بِذَلِكَ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: اللَّهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا لِأَحْيَاءٍ مِنَ الْعَرَبِ حَتَّى أَنْزَلَ اللَّهُ: (لَيْسَ لَك من الْأَمر شَيْء)

الْآيَة)