মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১২৯৬
- নামাযের অধ্যায়
৩৭. প্রথম অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১২৯৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসের নামায কায়েম করার জন্য উৎসাহ দান করিতেন; কিন্তু তিনি এ ব্যাপারে খুব তাকীদ করিতেন না; বরং এরূপ বলিতেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের নিয়তে রমযান মাসে নামায কায়েম করিয়াছে, তাহার জন্য তাহার পূর্ববর্তী (সগীরা) গোনাহসমূহ মাফ করা হইবে। অবশেষে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকাল করিলেন, অথচ অবস্থা এইরূপই রহিল। অতঃপর হযরত আবু বকর সিদ্দীকের খেলাফতকালেও অবস্থা এইরূপই ছিল এবং হযরত ওমর ফারুকের খেলাফতকালের প্রথম দিকেও অনুরূপ ছিল। [তৎপর হযরত ওমর (রাঃ) ইহার জন্য জামাআতের ব্যবস্থা করেন। মুসলিম
كتاب الصلاة
بَابُ قِيَامِ شَهْرِ رَمَضَانَ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: (كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْغَبُ فِي قِيَامِ رَمَضَانَ مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَهُمْ فِيهِ بِعَزِيمَةٍ فَيَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ والمر عَلَى ذَلِكَ ثُمَّ كَانَ الْأَمْرُ عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عمر على ذَلِك» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ১২৯৭
- নামাযের অধ্যায়
৩৭. প্রথম অনুচ্ছেদ - রমাযান মাসের ক্বিয়াম (তারাবীহ সালাত)
১২৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ তাহার (ফরয) নামায মসজিদে পড়িবে, সে যেন তাহার নামাযের একাংশ (অর্থাৎ, নফল নামায) তাহার ঘরের জন্য রাখিয়া দেয়। নিশ্চয়, আল্লাহ্ তা'আলা তাহার এই নামাযের দরুন তাহার ঘরে কল্যাণ দান করিবেন। —মুসলিম
كتاب الصلاة
بَابُ قِيَامِ شَهْرِ رَمَضَانَ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجده فليجعل لبيته نَصِيبا من صلَاته فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صِلَاتِهِ خيرا» . رَوَاهُ مُسلم
তাহকীক: