মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩১২
- নামাযের অধ্যায়
৩৮. প্রথম অনুচ্ছেদ - ইশরাক ও চাশ্‌তের সালাত
১৩১২। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি কতক লোককে যোহার নামায পড়িতে দেখিয়া বলিলেন, ইহারা জানে যে, এই সময়ের অন্য সময়েই এই নামায পড়া উত্তম। কেননা, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : 'সালাতুল আওয়াবীন' তখনই (পড়িবে) যখন উটের বাচ্চা রৌদ্রে পুড়িতে আরম্ভ করে। —মুসলিম
كتاب الصلاة
بَابُ صَلَاةِ الضُّحى
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّهُ رَأَى قَوْمًا يُصَلُّونَ مِنَ الضُّحَى فَقَالَ: لَقَدْ عَلِمُوا أَنَّ الصَّلَاةَ فِي غَيْرِ هَذِهِ السَّاعَةِ أَفْضَلُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلَاةُ الْأَوَّابِينَ حِينَ تَرْمَضُ الْفِصَالُ» . رَوَاهُ مُسْلِمٌ