মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫০০
- নামাযের অধ্যায়
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখিতেন, বলিতেন হে খোদা! প্রচুর ও উপকারী বৃষ্টি বর্ষাও। -বোখারী
كتاب الصلاة
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ: «اللَّهُمَّ صيبا نَافِعًا» . رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫০১
- নামাযের অধ্যায়
৫২. প্রথম অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০১। হযরত আনাস (রাঃ) বলেন, একবার আমাদের উপর বৃষ্টি পড়িতে লাগিল, তখন আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপন গায়ের কাপড় খুলিয়া ফেলিলেন যাহাতে বৃষ্টি তাহার গায়ে পড়িল। আমরা জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি এইরূপ করিলেন কেন? হুযূর (ছাঃ) বলিলেনঃ উহা সদ্য উহার পরওয়ারদেগারের তরফ হইতে আসিল। -মুসলিম
كتاب الصلاة
بَابُ الْاِسْتِسْقَاءِ
وَعَن أنس قَالَ: أَصَابَنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَطَرٌ قَالَ: فَحَسَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ حَتَّى أَصَابَهُ مِنَ الْمَطَرِ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ لِمَ صَنَعْتَ هَذَا؟ قَالَ: «لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بربه» . رَوَاهُ مُسلم
হাদীস নং: ১৫০২
- নামাযের অধ্যায়
৫২. দ্বিতীয় অনুচ্ছেদ - বৃষ্টির জন্য সালাত
১৫০২। হযরত আব্দুল্লাহ্ ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার ইস্তেস্কার উদ্দেশ্যে ঈদগাহের দিকে বাহির হইলেন এবং আপন চাদর ঘুরাইয়া দিলেন যখন তিনি কেবলামুখী হইলেন। তিনি চাদরের ডান দিককে বাম কাঁধের উপরে এবং উহার বাম দিককে ডান কাঁধের উপরে রাখিলেন, অতঃপর আল্লাহর নিকট দো'আ করিলেন। – আবু দাউদ
كتاب الصلاة
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى فَاسْتَسْقَى وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَجَعَلَ عِطَافَهُ الْأَيْمَنَ عَلَى عَاتِقِهِ الْأَيْسَرِ وَجَعَلَ عِطَافَهُ الْأَيْسَرَ عَلَى عَاتِقِهِ الْأَيْمَنِ ثُمَّ دَعَا الله. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক: