মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৫১৮
- নামাযের অধ্যায়
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৮। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বাতাসকে গালি দিও না; বরং যখন তোমরা মন্দ কিছু দেখিবে, বলিবে, “হে খোদা! আমরা তোমার নিকট চাইতেছি এই বাতাসের ভাল দিক, উহাতে যাহা ভাল নিহিত রহিয়াছে তাহা এবং যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার ভাল দিক। আমরা আশ্রয় চাহিতেছি তোমার নিকট এই বাতাসের মন্দ দিক হইতে, উহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে এবং উহা যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার মন্দ দিক হইতে।” – তিরমিযী
كتاب الصلاة
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَسُبُّوا الرِّيحَ فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ
তাহকীক:
হাদীস নং: ১৫১৯
- নামাযের অধ্যায়
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন বায়ু প্রবাহিত হইতে আরম্ভ করিত, নবী করীম (ﷺ) জানু ঠেক দিয়া বসিতেন এবং বলিতেন, “আল্লাহ্ ! ইহাকে রহমতস্বরূপ কর, আযাবস্বরূপ করিও না। আল্লাহ্ । ইহাকে বাতাসে পরিণত কর এবং ঝড়ে পরিণত করিও না।” — শাফেয়ী, বায়হাকী দাআওয়াতুল কবীরে
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَا هَبَّتْ رِيحٌ قَطُّ إِلَّا جَثَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم على رُكْبَتَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَلَا تَجْعَلْهَا عَذَابًا اللَّهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَلَا تَجْعَلْهَا رِيحًا» . قَالَ ابْنُ عَبَّاسٍ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى: (إِنَّا أرسلنَا عَلَيْهِم ريحًا صَرْصَرًا)
و (أرسلنَا عَلَيْهِم الرّيح الْعَقِيم)
(وَأَرْسَلْنَا الرِّيَاح لَوَاقِح)
و (أَن يُرْسل الرِّيَاح مُبَشِّرَات)
رَوَاهُ الشَّافِعِي وَالْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
و (أرسلنَا عَلَيْهِم الرّيح الْعَقِيم)
(وَأَرْسَلْنَا الرِّيَاح لَوَاقِح)
و (أَن يُرْسل الرِّيَاح مُبَشِّرَات)
رَوَاهُ الشَّافِعِي وَالْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
তাহকীক:
হাদীস নং: ১৫২০
- নামাযের অধ্যায়
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২০। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন আকাশে মেঘ দেখিতেন, কাজকর্ম ত্যাগ করিয়া উহার দিকেই নিবিষ্ট হইয়া যাইতেন এবং বলিতেনঃ “হে খোদা! আমি তোমার নিকট আশ্রয় চাহিতেছি ইহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে।” ইহাতে যদি আল্লাহ্ মেঘ পরিষ্কার করিয়া দিতেন তিনি আল্লাহর শোকর করিতেন ; আর যদি বৃষ্টি বর্ষণ আরম্ভ হইত, বলিতেন, “হে খোদা! উপকারী পানি দান কর।” —আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও শাফেয়ী
كتاب الصلاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَبْصَرْنَا شَيْئًا مِنَ السَّمَاءِ تَعْنِي السَّحَابَ تَرَكَ عَمَلَهُ وَاسْتَقْبَلَهُ وَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيهِ» فَإِنْ كَشَفَهُ حَمِدَ الله وَإِن مطرَت قَالَ: «اللَّهُمَّ سَقْيًا نَافِعًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَه وَالشَّافِعِيّ وَاللَّفْظ لَهُ
তাহকীক:
হাদীস নং: ১৫২১
- নামাযের অধ্যায়
৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনিতেন, বলিতেনঃ “আল্লাহ্! আমাদিগকে তোমার রোষের দ্বারা হত্যা করিও না এবং তোমার আযাবের দ্বারা আমাদের ধ্বংস করিও না ; বরং ইহার পূর্বেই আমাদের শান্তি দান কর।” — আমদ ও তিরমিযী। তিরমিযী বলেন, ইহা গরীব।
كتاب الصلاة
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
তাহকীক: