মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ১৬৯৯
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৬৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের কাহারও অঙ্গারের উপর বসা এবং অঙ্গারে তাহার বস্ত্রকে জ্বালাইয়া দেওয়া, অতঃপর তাহার চর্ম পর্যন্ত ভেদ করা তাহার পক্ষে শ্রেয়তর কবরের উপর বসা অপেক্ষা। —মুসলিম
كتاب الجنائز
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ فَتَخْلُصَ إِلَى جِلْدِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يجلس على قبر» . رَوَاهُ مُسلم
তাহকীক:
হাদীস নং: ১৭০০
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০০। হযরত উরওয়া ইবনে যুবায়র (রাঃ) বলেন, মদীনায় (কবর খোঁড়ার) দুই ব্যক্তি ছিল। এক ব্যক্তি লহ্দী কবর খুঁড়িত আর অপর ব্যক্তি লহ্দী কবর খুড়িত না। (অর্থাৎ, শক্ কবর খুঁড়িত।) সাহাবীগণ হুযুরের কবর সম্পর্কে একমত হইতে না পারিয়া বলিলেন, এই দুই ব্যক্তির মধ্যে যে প্রথমে আসিবে সে-ই তাহার (নিয়মানুযায়ী) কাজ করিবে। ঘটনাক্রমে যে লহ্দ করিত, সে-ই প্রথমে আসিল। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য লহ্দ করা হইল। —বগবী শরহে সুন্নাহ
كتاب الجنائز
عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ: كَانَ بِالْمَدِينَةِ رَجُلَانِ أَحَدُهُمَا يَلْحَدُ وَالْآخَرُ لَا يَلْحَدُ. فَقَالُوا: أَيُّهُمَا جَاءَ أَوَّلًا عَمِلَ عَمَلَهُ. فَجَاءَ الَّذِي يَلْحَدُ فَلَحَدَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ فِي شَرْحِ السّنة
তাহকীক:
হাদীস নং: ১৭০১
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লহ্দ আমাদের জন্য এবং শক্ আমাদের অপরদের জন্য। – তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্ । আহমদ জারীর ইবনে আব্দুল্লাহ্ হইতে।
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّحْدُ لَنَا وَالشَّقُّ لغيرنا» رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
তাহকীক:
হাদীস নং: ১৭০২
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০২। আর ইমাম আহমাদ এ হাদীসটি বর্ণনা করেছেন জারীর ইবনু ’আব্দুল্লাহ (রাঃ) হতে।
كتاب الجنائز
وَرَوَاهُ أَحْمَدُ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ
তাহকীক:
হাদীস নং: ১৭০৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৩। হযরত হেশাম ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) ওহুদের যুদ্ধের দিন বলিয়াছিলেনঃ (শহীদগণের জন্য) তোমরা কবর খুঁড়, উহাকে প্রশস্ত কর, খুব গভীর কর, এবং খুব সুন্দর কর। অতঃপর দুই কি তিন ব্যক্তি করিয়া এক এক কবরে রাখ এবং যিনি কুরআন অধিক জানিতেন, তাহাকেই প্রথমে (কেবলার দিকে) রাখ! – আহমদ, তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী। ইবনে মাজাহ্ ইহাকে 'সুন্দর করা পর্যন্ত রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الجنائز
وَعَنْ هِشَامِ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ أُحُدٍ: «احْفُرُوا وَأَوْسِعُوا وَأَعْمِقُوا وَأَحْسِنُوا وَادْفِنُوا الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ فِي قبر وَاحِد وَقدمُوا أَكْثَرهم قُرْآنًا» . رَوَاهُ أمد وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَهْ إِلَى قَوْله وأحسنوا
তাহকীক:
হাদীস নং: ১৭০৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৪। হযরত জাবের (রাঃ) বলেন, যখন ওহুদের ঘটনা ঘটিল, আমার ফুফু আমার পিতা (আব্দুল্লাহ্)কে আমাদের কবরস্তানে দাফন করার জন্য (মদীনায়) লইয়া আসিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে এক ঘোষণাকারী ঘোষণা করিল! ওহে, তোমরা নিহতদিগকে তাহাদের শয়নস্থলে (ওহুদে) ফিরাইয়া আন। – আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী; কিন্তু পাঠ তিরমিযীর।
كتاب الجنائز
وَعَنْ جَابِرٍ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ جَاءَتْ عَمَّتِي بِأَبِي لِتَدْفِنَهُ فِي مَقَابِرِنَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُدُّوا الْقَتْلَى إِلَى مَضَاجِعِهِمْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَلَفظه لِلتِّرْمِذِي
তাহকীক: