মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৬৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) মদীনার কতক কবরের নিকট পৌঁছিলেন, অতঃপর তাহাদের দিকে ফিরিয়া বলিলেনঃ “সালাম হউক তোমাদের প্রতি হে কবরবাসিগণ! আল্লাহ্ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পরে আসিতেছি।” –তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
كتاب الجنائز
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورٍ بِالْمَدِينَةِ فَأَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
তাহকীক: