মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২০৮২
- রোযার অধ্যায়
৭. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৮২। সাহাবী হযরত বুরায়দা আসলামী (রাঃ) বলেন, একবার হযরত বেলাল (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট পৌঁছিলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) দুপুরের খানা খাইতেছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ বেলাল খানায় শরীক হইয়া যাও! বেলাল বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। আমি রোযা রাখিয়াছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমরা আমাদের রিযিক খাইয়া ফেলিতেছি আর বেলালের রিযিক বেহেশতে উদ্বৃত্ত থাকিতেছে। বেলাল! তুমি কি জান— রোযাদারের হাড়সমূহ আল্লাহর তসবীহ্ করিয়া থাকে এবং তাহার জন্য ফিরিশতাগণ ক্ষমা চাহিতে থাকেন যাবৎ তাহার নিকট খানা খাওয়া হইতে থাকে। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الصوم
عَن بُرَيْدَة قَالَ: دَخَلَ بِلَالٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْغَدَاءَ يَا بِلَالُ» . قَالَ: إِنِّي صَائِمٌ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَأْكُلُ رِزْقَنَا وَفَضْلُ رِزْقِ بِلَالٍ فِي الْجَنَّةِ أشعرت يَا بِلَال أَن الصَّائِم نُسَبِّح عِظَامه وَتَسْتَغْفِر لَهُ الْمَلَائِكَةُ مَا أَكَلَ عِنْدَهُ؟» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
তাহকীক: